Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা
  1. পল্লী/পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়ন।
  2.  পল্লী/পৌর পানি সরবরাহ ব্যবস্থার অবকাঠামো নির্মাণ/রক্ষণাবেক্ষণ/পরিবীক্ষণ/মূল্যায়ন/মটিটরিং কার্যক্রম পরিচালন।
  3.  আর্সেনিক মিটিগেশন কাজ বাস্তবায়ন।
  4.  পানির নমূনা সংগ্রহ, নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষাকরণ, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে পানির গুণগতমান নিশ্চিত করণ।
  5.  দুর্যোগকালীন সময়ে পানি সরবরাহ ও স্যাটিটেশনের নিশ্চয়তা প্রদান।
  6.  শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য পানি সরবরাহ ও স্যানিটেশনের কার্যক্রম/কর্মসূচী বাস্তবায়ন।
  7.  দপ্তরের মেকানিক দ্বারা নলকূপ মেরামত এবং নলকূপ তত্ত্বাবধাকের প্রশিক্ষণ প্রদান।
  8.  গ্রাম পর্যায়ে কমিউনিটিগুলোতে স্বাস্থ্যবার্তা প্রচার ও ইহার মনিটরিং ও মূল্যায়ন।
  9.  পানি সরবরাহ ও স্যানিটেশনের কার্যক্রম বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠান, এনজিও এবং স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয় করণ।
  10.  স্থানীয় সরকার বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে কারিগরি সহায়তা প্রদান।
  11.  প্রযুক্তিগত ম্যাপ প্রণয়ন।
  12.  ভূগর্ভস্থ পানির তথ্যানুসন্ধান, গবেষণা ও উন্নয়ন।
  13.  ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করণের লক্ষে চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের প্রশিক্ষণ প্রদান।
  14.  ময়মনসিংহ আঞ্চলিক ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পানির আর্সেনিক, আয়রন, ম্যাঙ্গানিজ, ক্লোরাইড ইত্যাদি পরীক্ষাকরণ।